
লাহোরে আজ বৃহস্পতিবার ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান বলেছেন, ওয়ালটন বিমানন্দরের কাছে এ ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ওয়ালটন এয়ারপোর্ট হলো লাহোরে একটি আবাসিক এলাকা। সেখানে আছে সামরিক স্থাপনা। এর দূরত্ব ভারত সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার।
একই রিপোর্ট নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স ও জিও টিভি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিকট শব্দ শুনতে পেয়েছেন লাহোরের বাসিন্দা আলি আফতাব। তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে আমি ছাদে চলে যাই। দেখতে পাই ধোঁয়া উড়ছে। ঘটনার পর নিরাপত্তা রক্ষাকারীরা ওই এলাকা ঘেরাও করে রাখেন। রয়টার্স বলছে, এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো তাৎক্ষণিক মন্ব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন, লাহোরে ভারত কোনো অপারেশন চালায় নি।