স্টাফ রিপোর্টার
প্রকাশিতঃ ০৯ মার্চ ২০২৫ ০৮:১৩:১১ পূর্বাহ্ন
শ্যামপুরে চাঁদার দাবিতে বাড়িতে হামলার অভিযোগ 

চাঁদা আদায় ও দোকান দখলের জন্য রাজধানীর শ্যামপুর এলাকায় একটি বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর করার অভিযোগ করা হয়েছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ৪/৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা সিসি ক্যামেরা ভেঙ্গে বাড়িতে ঢুকে মোটরসাইকেল ও মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

থানায় অভিযোগে গৃহকত্রী সুরাইয়া আক্তার ও মেয়ে সাবরিনা পায়েল উল্লেখ করেন, গত ৭ মার্চ সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত মহল্লার কিছু উশৃঙ্খল লোকজন আমাদের বাড়িতে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা আমাদের বাড়ির গেট, দোকান এবং জানালা ভাঙচুর করে এবং আমাদের একটি মোটরসাইকেল নিয়ে যায়। ঘটনার সময় অভিযুক্তরা বাড়ির সামনের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। তবে ক্যামেরা ভাঙার পূর্ব পর্যন্ত ধারণকৃত ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজনে প্রদান করা যেতে পারে।

তিনি জানান, ঘটনার অনেক আগে থেকেই অভিযুক্তরা দোকান ভাড়া সংক্রান্ত বিষয়ে আমার বাবাকে বিভিন্নভাবে গালাগালি, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার দিনই আমার বাবা শ্যামপুর থানায় উপস্থিত হয়ে আপনাদের শরণাপন্ন হন এবং আপনারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন।  


উপদেষ্টা সম্পাদক : এন, ইউ, বিশ্বাস
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com