আরব দেশগুলো একজোট হলে ফিলিস্তিনিদের এমন করুণ অবস্থা হতো না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। রোববার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানান তিনি।
আসিফ নজরুল লিখেছেন, ‘ফিলিস্তিনি শিশুদের ভিডিও ক্লিপস্ ভেসে আসে ফেসবুকে। চোখে মুখে রক্ত, কপালে ব্যান্ডেজ, মৃত ভাইকে শেষ আদর, আমার মা কোথায়- বলে বুকফাটা কান্না। আমি একটাও দেখি না ঠিকমতো। একপলক দেখেই বুক দুমড়ে মুচড়ে ওঠে। কিছুক্ষণ কোনো কাজ করতে পারি না। অনেক বড় বড় কথা বলতে পারি আমি ফেসবুকে। ধুয়ে দিতে পারি পশ্চিমা রাষ্ট্রগুলোকে। কিন্তু কী লাভ তাতে, কী হবে তাতে?’
তিনি আরও লিখেছেন,‘ফিলিস্তিনিদের জন্য কিছু করার সত্যিকার ক্ষমতা আছে আরব দেশগুলোর। তারা একজোট হয়ে রুখে দাঁড়ালে কখনো এমন করুণ অবস্থা হতো না ফিলিস্তিনিদের। আমার বেশি রাগ লাগে এদের ওপর। আমি একজন সামান্য মানুষ। আমার দোয়ার কী মূল্য আছে জানি না। তবু মন থেকে দোয়া করি আল্লাহ্ তুমি এই অবিচারের শেষ করো, দয়া করো ফিলিস্তিনি বাবা-মা আর শিশুদের।’