Breaking News :

ইউটিউবার জে কিমের ইসলাম গ্রহণ

এখনবাংলা: সদ্য ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ কুরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিম। ইসলাম গ্রহণের মুহূর্তটির একটি ভিডিও আপলোড করেছেন তার ইউটিউব চ্যানেলে। ভিডিওতে দেখা যায়, ঈমানের প্রাথমিক বিষয়গুলো একজন তাকে শেখাচ্ছেন।

তিনি মগ্ন হয়ে শুনছেন। ইসলাম গ্রহণের পর নবী দাউদ আ. নামের সঙ্গে মিল রেখে তিনি তার নাম রাখেন দাউদ কিম। তার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার প্রায় ছয় লাখ।

ইসলাম গ্রহণের পর তিনি লেখেন, আমি এখনো পূর্ণ প্রস্তুত নই। তবে আমি একটু একটু করে ভালো মুসলিম হয়ে ওঠব। আমি অনেক পাপ করেছি, এখন আমি তওবা করে শুদ্ধ হতে চাই।

ফেসবুকে আমরা